টাঙ্গাইলের ভূঞাপুর বাসস্ট্যান্ড এলাকায় আজ জামায়াত ইসলাম শ্রমিক ফেডারেশনের উদ্যোগে এক বিশাল পথসভা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে শ্রমিক নেতৃবৃন্দ তাদের ৫ দফা দাবি উত্থাপন করেন এবং তা দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।
পথসভায় বক্তারা বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার, কর্মপরিবেশের নিরাপত্তা, শ্রম আইনের পূর্ণ বাস্তবায়ন ও দুর্নীতি বন্ধের জন্য পি আর পদ্ধতি চালু করা জরুরি।
নেতারা আরও বলেন, পি আর পদ্ধতি চালু হলে দেশে দুর্নীতি ও কালো টাকা আর থাকবে না। এছাড়া, বক্তারা দাবি করেন—“পি আর পদ্ধতিতে নির্বাচন না দিলে জনগণ রাস্তায় নেমে কঠোর আন্দোলন করবে।”
শ্রমিকদের এই দাবির প্রতি সাধারণ মানুষও সমর্থন জানায় এবং বক্তাদের বক্তব্যে বারবার স্লোগানে মুখরিত হয় বাসস্ট্যান্ড এলাকা।
উত্থাপিত মূল দাবিগুলো
1. জাতীয়পার্টি নিষিদ্ধ সহ অপরাধিদের শাস্তি দাবি।
2. জুলাই আনদোলনের কারির উপর নির্যাতন ও গনহত্যা কারির ফাঁসির দাবি।
3. কর্মপরিবেশ নিরাপদ করা
4. দেশে পি আর পদ্ধতি চালু করে দুর্নীতি ও কালো টাকা প্রতিরোধ
5. নির্বাচন ব্যবস্থায় পি আর পদ্ধতি বাধ্যতামূলক করা
মিছিলে শত শত শ্রমিক অংশ নেন এবং সরকারের প্রতি আহ্বান জানান শ্রমিকবান্ধব নীতি গ্রহণের।